পৃষ্ঠাসমূহ

বুধবার, ৯ মে, ২০১২

আপনি কি জানেন আপনার মোবাইলটি কোন দেশে তৈরি


মোবাইল bettery- নীচে এর IMEI ভিতরের দেখে লাভ নাই
Xinxiran এক্সপার্টরা এত নিখুত ভাবে মোবাইল বানায় যা থাকে আসল মোবাইলের পার্থক্য নাই বললে চলে।
যাই হোক !
অরজিনাল মোবাইলে IMEI নাম্বার থাকে আর Xinxiran মোবাইল IMEI নাম্বার থাকে তবে ভুয়া।
আপনার মোবাইল Xinxiran নাকি জানতে হলেঃ
* # 06 # প্রেস করে আপনার মোবাইল হ্যান্ডসেটএর 15 অঙ্কের IMEI নম্বর জেনে নিন।
তারপর Manu>> Message>>New message অপশনে জান
New message অপশনে আপনার মোবাইল হ্যান্ডসেটএর 15 অঙ্কের IMEI নম্বর লিখুন।
তার পর সেন্ড করুন 53232
যদি আপনার মোবাইল IMEI নম্বর বৈধ হয় তবে আপনি reply পাবেন “Success” মানে আপনি বৈধ IMEI যুক্ত মোবাইলের মালিক।:O
আর যদি আপনি reply পান “Invalid IMEI”,সাধুবাদ আপনি একজন গর্বিত দেশি মোবাইলের মালিক
নোকিয়া ফোনের জন্য

নোকিয়া মোবাইল কেনার সময় অনেকেই জানে না তার নকিয়া মোবাইলটি কোন দেশের তৈরী
সহজেই এসব তথ্য পাওয়া যাবে। এজন্য মোবাইলটির IMEI Number জেনে নিতে হবে
এই আইএমইআই নম্বর বেড় করতে হলে *#06# চাপতে হবে,
তাহলে ১৫/১৭ ডিজিটের IMEI / Serial নম্বর পাবেন। এই নম্বরের ৭ম এবং ৮ম নম্বর দুটি দ্বারা মোবাইলের মান এবং প্রস্তুতকারক দেশের নাম বের করা যাবে
নম্বর দুটি যদি 00 হয় তাহলে এটি অরজিনাল নোকিয়া সেন্টারের। নম্বর দুটি যদি 10, 70, 91, বা 01,07, 19 হয় তাহলে এটি ফিনল্যান্ডের তৈরী, 02 অথবা 20 হয় তাহলে বুঝবেন এটা জার্মানী বা আমিরাতের তৈরী। নম্বর দুটি যদি 30 বা 03 হয় তাহলে বুঝবেন এটি কোরিয়ার তৈরী। নম্বর দুটি যদি 40 বা 04 হয় তাহলে এটি চায়নার তৈরী, নম্বর দুটি যদি 50 বা 05 হয় তাহলে এটি ব্রাজিল, যুক্তরাষ্ট্র বা ফিনল্যান্ডের তৈরী। নম্বর দুটি যদি 60 বা 06 হয় তাহলে এটি হংকং, চায়না বা ম্যাক্সিকোর তৈরী। নম্বর দুটি যদি 08 বা 80 হয় তাহলে এটি হাঙ্গেরী বা জার্মানীর তৈরী,
ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন