পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৭ জুন, ২০১২

কম্পিউটারের কিছু কিবোর্ড শর্টকার্ট


আমাদের দেশে কম্পিউটারের বহুল প্রচলন হয়েছে বেশ অনেক দিন হল। বর্তমানে এই যন্ত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া যাবে না। নানা কর্ম সম্পাদনে দক্ষ এই যন্ত্র এখন আর বিস্ময়ের কোন বস্তু নয় বরং প্রাত্যহিক জীবনেরই অংশ। কম্পিউটারের সাহায্যে নানা কর্ম সহজে সম্পাদনের জন্য আমরা নানা short code ব্যবহার করি যা আমরা অনেকেই জানি
আশা করি আপনাদের কাজে লাগবে। জটিলতা এড়াতে পোস্টের কিছু অংশ ইংলিশে থাকল। ভালো থাকবেন
Press
To
CTRL+C
Copy.
CTRL+X
Cut.
CTRL+V
Paste.
CTRL+Z
Undo.
DELETE
Delete.
SHIFT+DELETE
Delete selected item permanently without placing the item in the Recycle Bin.
CTRL while dragging an item
Copy selected item.
CTRL+SHIFT while dragging an item
Create shortcut to selected item.
F2
Rename selected item.
CTRL+RIGHT ARROW
Move the insertion point to the beginning of the next word.
CTRL+LEFT ARROW
Move the insertion point to the beginning of the previous word.
CTRL+DOWN ARROW
Move the insertion point to the beginning of the next paragraph.
CTRL+UP ARROW
Move the insertion point to the beginning of the previous paragraph.
CTRL+SHIFT with any of the arrow keys
Highlight a block of text.
SHIFT with any of the arrow keys
Select more than one item in a window or on the desktop, or select text within a document.
CTRL+A
Select all.
F3
Search for a file or folder.
ALT+ENTER
View properties for the selected item.
ALT+F4
Close the active item, or quit the active program.
ALT+Enter
Displays the properties of the selected object.
ALT+SPACEBAR
Opens the shortcut menu for the active window.
CTRL+F4
Close the active document in programs that allow you to have multiple documents open simultaneously.
ALT+TAB
Switch between open items.
ALT+ESC
Cycle through items in the order they were opened.
F6
Cycle through screen elements in a window or on the desktop.
F4
Display the Address bar list in My Computer or Windows Explorer.
SHIFT+F10
Display the shortcut menu for the selected item.
ALT+SPACEBAR
Display the System menu for the active window.
CTRL+ESC
Display the Start menu.
ALT+Underlined letter in a menu name
Display the corresponding menu.
Underlined letter in a command name on an open menu
Carry out the corresponding command.
F10
Activate the menu bar in the active program.
RIGHT ARROW
Open the next menu to the right, or open a submenu.
LEFT ARROW
Open the next menu to the left, or close a submenu.
F5
Refresh the active window.
BACKSPACE
View the folder one level up in My Computer or Windows Explorer.
ESC
Cancel the current task.
SHIFT when you insert a CD into the CD-ROM drive
Prevent the CD from automatically playing.

o F1: সাহায্য (Help)
o CTRL+ESC: Start menu চালু
o ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকে বাছাই
o ALT+F4: প্রোগ্রম বন্ধ করা
o SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা
o Windows Logo+L: কম্পিউটার লক করা
o CTRL+C: কপি
o CTRL+X: কাট
o CTRL+V: পেস্ট
o CTRL+Z: আনডু
o CTRL+B: অক্ষর বোল্ড করা
o CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা
o CTRL+I: অক্ষর ইটালিক করা
o SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু
o SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড
o ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন
o F10: মেনু বার চালু করা
o SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু
o CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার
o ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা
o ALT+TAB: অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন )
o SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন
o ALT+SPACE: মেইন উইন্ডো সিস্টেম মেনু দেখা
o CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া
o ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট মেনুতে যাওয়া
o ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা
o CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা
o F2: নির্বাচিত ফাইল রিনেইম করা
o F3: ফাইল খোঁজা
o F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা
o F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
o CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা
o BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ)
o Left ALT+left SHIFT+PRINT SCREEN: Toggles high contrast on and off
o Windows Logo: Start menu
o Windows Logo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
o SHIFT+Windows Logo+M: মিনিমাইজ আনডু করা
o Windows Logo+E: Windows Explorer চালু করা
o Windows Logo+F: Files অথবা Folders খোঁজা
o Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ করা
o Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে দেখা
o Windows Logo+Break: System Properties ডায়ালগ বক্স চালু করা
o Application key: নির্বাচিত আইটেমের জন্যে শর্টকাট মেনু
o Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা
o Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু করা
o Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু করা
o Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা
o Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা
o Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা
o Windows Logo+A: Accessibility Options চালু করা (যদি ইনস্টল করা থাকে)
o Windows Logo+SPACEBAR: ট্রান্সপারেন্ট করে ডেস্কটপ দেখা
o TAB: ডায়ালগ বক্সে পরবর্তি ট্যাবে যাওয়া
o SHIFT+TAB: ডায়ালগ বক্সে পুর্ববর্তি ট্যাবে যাওয়া
o SPACEBAR: বর্তমান কন্ট্রোল বাটন হলে ক্লিক করা , যদি অপশন হয় তবে সিলেক্ট করা
o ENTER: সিলেক্টেড আইটেম ক্লিক করার বিকল্প হিসেবে ব্যবহার
o ESC: Cancel বাটনের বিকল্প হিসেবে ব্যবহার (কিছু কিছু ক্ষেত্রে)
Impossible is a word of dictionary. It can't find in real life.

এক ক্লিকেই কম্পিউটার এর রান ক্লিয়ার


প্রথমে আপনার কম্পিউটার এর নোট প্যাড অন করে নিচের লেখা হুবহু
টাইপ করুন
@echo off
del /s /f /q %windir%\temp\*.*
rd /s /q %windir%\temp
md %windir%\temp
del /s /f /q %windir%\Prefetch\*.*
rd /s /q %windir%\Prefetch
md %windir%\Prefetch
del /s /f /q %windir%\system32\dllcache\*.*
rd /s /q %windir%\system32\dllcache
md %windir%\system32\dllcache
del /s /f /q “%SysteDrive%\Temp”\*.*
rd /s /q “%SysteDrive%\Temp”
md “%SysteDrive%\Temp”
del /s /f /q %temp%\*.*
rd /s /q %temp%
md %temp%
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\History”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\History”
md “%USERPROFILE%\Local Settings\History”
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”
md “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\Temp”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\Temp”
md “%USERPROFILE%\Local Settings\Temp”
del /s /f /q “%USERPROFILE%\Recent”\*.*
rd /s /q “%USERPROFILE%\Recent”
md “%USERPROFILE%\Recent”
del /s /f /q “%USERPROFILE%\Cookies”\*.*
rd /s /q “%USERPROFILE%\Cookies”
md “%USERPROFILE%\Cookies”
তারপর save as গিয়ে all file ক্লিক করে cleaner.bat নামে ডেক্সটপ সেভ করুন।ডেক্সটপ cleaner ডাবল ক্লিক করে দেখুন রান এর সব ফাইলক্লিন হয়ে গেছে
ভালো লাগলে মতামত দিন

সকল ড্রাইভ রিফ্রেশ করুন একটি ক্লিক করে।


একটি মাত্র ক্লিক করেই আপনার পিসির সকল ড্রাইভকে রিফ্রেশ করতে পারেন।এর জন্য কোন সফটওয়্যার লাগবে না।আপনাকে যে কাজটি করতে হবে তা হলঃ
Notepad
ওপেন করে নিচের কোড গুলো লিখুন:
Echo off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
H:
tree
এখানে C,D,E,F,G,H হচ্ছে ড্রাইভ লেটার আমি আমার মত লিখেছি আপনি আপনার ড্রাইভের(ড্রাইভ লেটার) নাম লিখবেন।
যদি ড্রাইভ লেটার আরো বেশী হয় বেশী দিবেন একই ধারা বজায় রেখে।এরপর সেভ করুন tishamona.batch(.bat) ফাইল হিসেবে।
এখন যে আইকন তৈরি হবে তাতে একটি ক্লিক করলেই আপনার সব ড্রাইভ একবারে রিফ্রেশ হয়ে যাবে
ধন্যবাদ সবাইকে

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

কলেজ স্টুডেন্ট বনাম মোবাইল

ডাঃ গৌর চন্দ্র সুত্রধর

বর্তমানে কলেজ ছাত্র-ছাত্রীদের অবস্থা
মোবাইল ছাড়া
তাদের নেই কোন ব্যবস্থা।
কেউ কেউ বর্জন করে ক্লাস করছে ত্রাস
আবার কেউ লোভ দেখিয়ে অন্যকে করছে গ্রাস।
মোবাইলে কথা বলে ঘণ্টার পর ঘণ্টা
পিতার টাকার বাজাচ্ছে বারোটা।
মোবাইলে কথা বলা হয়ে গেছে যেন নেশা
এমনি ভাবেই চলছে কথা
এনে হচ্ছে এটা তাদের পেশা।
মোবাইলের অপব্যবহার
করছে তারা বারবার
এদের কাছ থেকে কি আছে পাবার।
জাতি তাকিয়ে আছে তাদের দিকে
করবে তারা ঙানার্জন
দেশের কল্যাণে তারা করবে প্রাণ বিসর্জন।
ঘুমকে ত্যাগ করে মোবাইলে বলে কথা
তাদেরকে ভাবলে মনে লাগে খুব ব্যাথা।
লেখাপড়ার প্রতিযোগিতা না হয়ে
কথা বলার  প্রতিযোগিতা চলে
কার চেয়ে কে বেশি কথা বলে।
প্রয়োজনে করছে সৃষ্টি
অপ্রয়োজনে করবে ব্যবহার
ওপারে গিয়ে হিসাব দিতে হবে সবার।
মিথ্যে কথা বলছে টাং
ঢাকা হতে মোবাইলে বলছে
আমি চিটাগাং।
একথা ভাবেনা কেউ
মিথ্যে বলা মহাপাপ
এক দিন এর দিতে হবে জবাব।
সিমতো আর একটা নয়
আছে কয়েক সিম
এক সিম বন্ধ রেখে লাগায় অন্য সিম।
বাবা যদি প্রশ্ন করে মোবাইল কেন বন্ধ ছিল
বাবা পড়ছিলাম তাই বন্ধ ছিল।
মা-বাবাকে যে সন্তান মিথ্যে বলতে পারে
দেশ তার নিকট কি আশা করতে পারে?