পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

কালিহাতীতে ট্রাক চাপায় নিহত ৩! আহত ৬

রনজিত সুত্রধর:গত ২৩ মে  টাংগাইলের কালিহাতী উপজেলার সংল্লায়(বঙ্গবন্দু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক) ট্রাকের চাপায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির্) ইউনুস আলী মিয়া জানান, ২৩ মে বুধবার ভোর টার দিকে গোহালিয়াবাড়ি থেকে এলেঙ্গাগামী একটি টেম্পোকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই জন হাসপাতালে ভর্তির পর একজন মারা যায় নিহতরা হচ্ছে টেম্পুর চালক কুর্শাবেনু গ্রামের কাশেম তালুকদারের পুত্র মানিক (২৫), গোহালিয়াবাড়ি গ্রামের আজগর আলীর পুত্র কাপড় ব্যবসায়ী লিয়াকত আলী (৫০) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদূর রহমানের পুত্র আবদুল্লাহ (২২) আবদুল্লাহ ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে এলেঙ্গা যাচ্ছিলেন আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

শুক্রবার, ১৮ মে, ২০১২

স্বপ্ন

তিশা
ক্লান্তি হরণকারী চোখ তোমার,দেখেছি আমি গোপনে
এসেছ তুমি বসেছ মোর পাশে,দেখেছি আমি স্বপ্নে
তুমিতো পাথর নও,নও কোন আলো ছায়া
তুমি যে আমার মনের কুঠিরে একান্তভাবে পাওয়া।
আমি দেখেছি তোমার স্তব্দ চোখ দু’খানি
ছোট ছোট পায়ে এসেছ এ বুকে,ধন্য আমার এ ভূমি।
শেষ রাতে এ সময়ে জাগালে প্রিয়া আমাকে
চল রুপালী চাঁদের আলোতে,ভালবাসা দেব তোমাকে।
তুমি হাত দু’টি ধরে আমায় নিয়ে গেলে খোলা আকাশের নিচে
আমি নিরবে অবাক হয়ে চলছি তোমার পিছু পিছে|

বলেছিলে তুমি আমাকে,শপথ কর মোর সাথে
কোন দিন হারিয়ে যাবে না,পড়বে না কারো ফাঁদে।
বলেছিলে আরও আমাকে,কোন দিন ও ছেড়ে যাব না তোমাকে
          যদিও আসে মরণ।।
আসুক না! ভয় কিসে তাতে
বল কোন দিন আসে যদি ঝড়,যাবে না তো হারিয়ে তুমি?
না না হারিয়ে যাব না আমি,থাকব তোমার হৃদয় জুড়ে

ভালবাসা কি তুমি বুঝালে,চাঁদ তারা দিয়ে তুমি সাজালে
আমি কি দেব তোমায় বল তুমি,কি মায়ায় আমায় জড়ালে?
ভালবাসি শুধু তোমাকে,হৃদয়ে সাজিয়ে রাখব তোমাকে
   যত দিন বাঁচি আমি
প্রিয় এ টুকু আমার স্বপ্ন!!!!!!!!!!!!!!!!

বউ না করলে আত্মাহুতি

তারে ভুলানো গেল না কিছুতে,ভুল দিয়ে ভালবাসা দিয়ে..........
বিষের পরশ দিয়ে,ভুলানো গেল না কিছুতে.........................
কোন কিছু দিয়েই বুঝানো যাচ্ছে না এক অবুঝ প্রেমিকাকে।স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে টানা পাঁচ দিন ধরে সে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।ঘটনাটি ঘটেছে টাংগাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে।
আর প্রেমিকা বাড়িতে অবস্থান নিয়েছেন টের পেয়ে প্রেমিকআতিকবাড়ি থেকে পালিয়েছেন বলে জানান তাঁর বাবা আবদুস সবুর। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নলুয়া গ্রামের দেওয়ান শামসুল হকের মেয়ের সঙ্গে এক বছর ধরে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়েন একই উপজেলার বেড়বাড়ি গ্রামের আবদুস সবুরের ছেলে আতিক। প্রেমিকা বলেন, ‘আমার সাজানো একটি সংসার ছিল। সে আমাকে নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে স্বামীকে তালাক দিতে বাধ্য করেছে। স্বামীকে তালাক দেওয়ার পর আতিক এখন আর আমার খোঁজখবর নেয় না। তাই বাধ্য হয়েই আমি আতিকের বাড়িতে উঠেছি। এখন আতিক আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আমি বাড়িতেই আত্মহত্যা করব।
আতিকের বাবা আবদুস সবুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ছেলে এখন বাড়িতে নেই। সে কী করেছে, সে- জানে। ছেলে মেনে নিলে আমিও ছেলের বউ হিসেবে মেনে নেব।
ব্যাপারে যাদবপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, ‘মেয়েটির সঙ্গে আমি কথা বলেছি। আতিক বাড়িতে না আসা পর্যন্ত মেয়েটি বাড়িতেই থাকবে। আতিকের বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ রয়েছে। গ্রাম্য সালিসে তার বিচার করা হয়েছে।
 এ ব্যাপারে জানতে চাইলে
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি

রবিবার, ১৩ মে, ২০১২

কম্পিউটার shortcuts-Ms Word


কেমন আছেন সবাই ভালো নিশ্চই। আমরা কম্পিউটার ব্যবহারের সময় বিভিন্ন কমান্ড প্রয়োগ করি বিভিন্ন ফাংশনে ঢুকে আবার এই গুলোর shortcut আছে এই shortcut গুলো বিভিন্ন জায়গা হতে সংগ্রহ করে আজ MS WORD এর কিছু  পোষ্ট করলাম,
এগুলো অনেকেই জানেন আবার অনেকের কাছে অজানা তাই যারা জানেন না তাদের জন্য এগুলো দিলাম। আর গুলো ভালো ভাবে বোঝার জন্য ইংরেজিতে লেখা হল-
1. Ctrl+G: To go to any specific page.
2. Ctrl+Alt+T: For trademark.
3. Ctrl+O: To open the saved documents.
4. Ctrl+F2: To see the print preview (Also in PowerPoint, Excel).
5. Ctrl+Shift+F12 (also, Ctrl+P): To print any document.
6. To put two lines in one single line by decreasing the scale:
Ctrl+A+D
Select “Character spacing”
Select your desired percentage from “scale” box.
7. Ctrl+D>Font>Font colour: To change the font colour.
8. Aligning text:
Ctrl+J: To justify.
Ctrl+L: To the left.
Ctrl+E: Center text.
Ctrl+R: To the right.
9. Ctrl+Alt: To make a picture small or big from both sides.
10. Ctrl+Backspace: To delete the whole word.
11. Ctrl+5: To increase the space among words.
12. Ctrl+1: To decrease the space among words.
13. Ctrl+2: For double spacing.
14. Ctrl+Shift+L: To get a bullet list.
15. Ctrl+Shift+Q: To create a scientific document.
16. To save any word file automatically:
Select “Save As”or Ctrl+S
Tools>Save options
Check “Save Autorecover information every”.
17. Ctrl+Shift+A: For uppercase.
18. Ctrl+Shift+G: To count words.
19. Ctrl+Shift+D: For double underlining.
20. Ctrl+Shift+N: To go back to the normal style.
21. Ctrl+Shift+=: For superscript.
22. Ctrl+=: For subscript.
23. F8: To select the first word in the paragraph.
To select the first line in a paragraph.
To select the first paragraph in a document.
24. F7: Spell checker.
25. Shift+F3 (Three functions):
To make the first letter of the word capital.
For uppercase.
For lowercase.
26. Shift+Arrows: To select any word or line.
27. Shift+F6: To command any toolbar in a word document.
28. Shift+Alt+D: To add date in any word document.
Shift+Alt+T: To add time.
29. Alt+O+B: For page border.
30. Alt+O+P: To print the whole document in one page.
31. Alt+N+U: To insert special symbols.
32. Alt+O+C: To arrange a particular type of column.

নিজে নিজে বানিয়ে নিন অদ্ভুত এক Software


আপনি কি সফ্ত্বরে বানাতে পারেন ?না ?তাহলে আপনাকে খুব সহজে ছুট্ট একটি সফ্ত্বরে বানাতে সিখাবো  .এটা একটি কথা বলা Software with Script Code  .
মজার এই Software বানাতে কম্পিউটার এর বাহিরের কিছই লাগবে না ,কিছুই Download করতে হবে না .
Steps :
1.ওপেন করুন Notepad এবং কপি করুন নিম্নোক্ত কোডটি এবং পেস্ট করুন-

Dim message, sapi
message=InputBox(“What do you want me to say?”,”Speak to Me”)
Set sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak message

2.এবার click করুন  File > Save as > Name  , change it to ‘ speak.vbs ‘
3.From Dextop Speak.vbs Open করুন, টাইপ করুন -  Post ti khub valuu .
4.আপনার সফ্ত্বরে তৈরী হয়ে গেচে .আপনি SPEAK .VBS ওপেন করে যা ইচ্ছে লেকতে পারেন ,কম্পিউটার তাই বলবে ….

পোস্ট টি মজার না ? এবার কিছু TIPS দেই যেন সকলে অবাক হয়ে যাই .
উপরের যে code টি আপনি notepad paste করেছিলেন ,সেখানে-
message=InputBox(“What do you want me to say?”,”Speak to Me”)           এর বদলে
message=InputBox(“***********”,”***********”)     এর জায়গায় আপনার ইচ্ছা মত কথা লেখতে পারেনতবে বাংলা লিকেন না …..