☛
VB Script File Making 2
বেশ
কিছুদিন পরে আবার
একটি নতুন সারপ্রাইজ নিয়ে
এলাম। যারা প্রথম
থেকেই আমার লেখা
পড়ছেন, নিশ্চই তারা
বুঝতে পারছেন যে
আজকে আপনাদেরকে আবারো
আমি নোটপ্যাড প্রোগামের মাধ্যমে নতুন
কিছু দেখাবো।
গত
পোষ্টের পরপরই এটি
প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু
অন্যান্য সিরিজের মাঝে
সেটি হয়ে ওঠেনি।
তাই, আজকে, হ্যাকিং সিরিজের মাঝে
এই পোষ্টটি প্রকাশ
করছি। এখন থেকে
ঠিক করেছি, বড়
সিরিজগুলোর মাঝে- কিছু
ছোটো ছোটো পোষ্ট
করবো।
এই
প্রোগ্রামটির দ্বারা আপনি
আপনার কম্পিউটারের মাধ্যমে ডিফল্ট
রোবোটিক গলায় যেকোনো
ইংরেজি ফন্টের লেখা,
আপনার স্পিকারে শুনতে
পারবেন। তো আর
দেরি না’করে
আপনার কম্পিউটারের Run অপশনে
যেয়ে টাইপ করুন
notepad.exe এবং Enter প্রেস করে
Ok করুন।
আপনার
কম্পিউটারের ডিফল্ট নোটপ্যাডটি চালু
হবে। এবার সেখানে
নিন্মের প্রোগামটি ডিফল্ট
ল্যাঙ্গুয়েজ মোডে টাইপ
করুনঃ-
Dim message, sapi
message=InputBox(“What
do you want to say?”)
Set
sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak message
message=InputBox(“Created
By http://www.pchelplinebd.com/?author=2259″)
Set
sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak message
এবং
এটি File অপশন থেকে
Save as.. এ যেয়ে tishamona.vbe নামে সেভ
করুন আপনার কম্পিউটারের যেকোনো
ড্রাইভে। আপাতত প্রোগ্রাম তৈরি
এখানেই শেষ।
এরপর
আপনি প্রোগ্রাম ফাইলটি
ডকুমেন্টস বা যেখানে
সেভ করেছেন, সেখানে
যেয়ে ফাইলটিতে ডবল
ক্লিক করে ওপেন
করুন। একটি বক্স
আসবে যেখানে লেখা
আছে, What do you want to say?
নিচের
বারে আপনি আপনার
লেখা ডিফল্ট ইংরেজী
ফন্টে টাইপ করে
অথবা কপি-পেষ্ট
করে Ok করে দিলেই
দেখবেন, সেই লেখাটি
রোবোটিক ভয়েসে আপনার
কম্পিউটার আপনাকে পড়ে
শোনাচ্ছে।
এভাবে
আপনি আপনার লেখাগুলোকে ভয়েসে
পরিনত করে শুনতে
পারেন।
VB Script File Making
এবার অতিরিক্ত কিছু বিষয় হিসেবে জেনে রাখতে পারেন ⁂
➊
আপনি ফাইলটি যেকোনো
নামে সেভ করতে
পারেন, তবে নামের
শেষে অবশ্যই .vbe অথবা
.vbs যুক্ত করে দিবেন।
➋
প্রোগামের ভিতরে (“What do you want to say?”) এখানে, আপনার
পছন্দের যেকোনো কথা
লিখে দিতে পারেন।
তবে লেখাটি অবশ্যই
ডিফল্ট ফন্টে এবং
বন্ধনী ও কোটেশন
চিহ্নের ভিতরে থাকতে
হবে।
এতে
করে আপনি সেই
লেখাটিই- প্রোগামটি চালানো
অবস্থায় দেখতে পাবেন।
➌
কোটেশন চিহ্নটি অবশ্যই
ডিফল্ট ফন্টে টাইপ
করতে হবে। নতুবা
এরর দেখবেন। তাই
এটি কপি না
করে টাইপ করে
তৈরি করাই ভালো।
➍
আর আপনাদের সুবিধার্থে প্রতিবারের মতো
এবারেও তৈরি ফাইল
ডাউনলোডের সুবিধা আছে।
আর
হ্যা, এটি windows xp/ vista/7 যেকোনো অপারেটিং সিষ্টেমেই চলবে।
I want to know everything surround
me. পৃথিবীতে জন্মাবার মূহুর্ত থেকে
মানুষ, এক অঘোষিত
রেসের সম্মূখীন হয়।
টিকে থাকার স্বার্থে, স্বপ্নীল ভবিষ্যতের প্রত্যাশায় সকলে-
এই রেসে প্রাণপনে ঝাপিয়ে
পড়ে বা পড়তে
বাধ্য হয়। শিক্ষা
তথা জ্ঞান অর্জন
তখন হয়ে পড়ে
রেস জেতার হাতিয়ার। আমিও
এর ব্যাতিক্রম নই।
শিক্ষা জীবনের এই
পর্যায়ে এসে কিছু
সময় পেয়েছি চিন্তা
করার। আমি চাইনা,
আমার প্রোফাইল দেখে
সকলে আমাকে চিনুক।
চাই আমার কাজে,
আমার লেখার মাধ্যমে আমি
পরিচিতো হই। জানিনা
কতোটুকু পেরেছি বা
পারবো- তবে আমার
জন্য প্রার্থনা করবেন,
জীবনের এই রেসের
মধ্যথেকে কিছু সময়
যেনো অন্যকারোর উপকারে
আসতে পারি। মনে
একটিই সান্তনা থাকবে-
আমার এই সময়গুলো একেবারে বিফলে
যায়নি।-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন