পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

কালিহাতীতে ট্রাক চাপায় নিহত ৩! আহত ৬

রনজিত সুত্রধর:গত ২৩ মে  টাংগাইলের কালিহাতী উপজেলার সংল্লায়(বঙ্গবন্দু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক) ট্রাকের চাপায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির্) ইউনুস আলী মিয়া জানান, ২৩ মে বুধবার ভোর টার দিকে গোহালিয়াবাড়ি থেকে এলেঙ্গাগামী একটি টেম্পোকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই জন হাসপাতালে ভর্তির পর একজন মারা যায় নিহতরা হচ্ছে টেম্পুর চালক কুর্শাবেনু গ্রামের কাশেম তালুকদারের পুত্র মানিক (২৫), গোহালিয়াবাড়ি গ্রামের আজগর আলীর পুত্র কাপড় ব্যবসায়ী লিয়াকত আলী (৫০) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদূর রহমানের পুত্র আবদুল্লাহ (২২) আবদুল্লাহ ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে এলেঙ্গা যাচ্ছিলেন আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন