রনজিত সুত্রধর:গত ২৩ মে টাংগাইলের কালিহাতী উপজেলার সংল্লায়(বঙ্গবন্দু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক) ট্রাকের চাপায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির্) ইউনুস আলী মিয়া
জানান, ২৩ মে বুধবার ভোর ৬ টার দিকে গোহালিয়াবাড়ি থেকে
এলেঙ্গাগামী একটি টেম্পোকে বিপরীত দিক থেকে
আসা একটি ট্রাক
চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে ভর্তির পর একজন মারা যায়
। নিহতরা হচ্ছে
টেম্পুর চালক কুর্শাবেনু গ্রামের কাশেম তালুকদারের পুত্র মানিক (২৫),
গোহালিয়াবাড়ি গ্রামের আজগর
আলীর পুত্র কাপড়
ব্যবসায়ী লিয়াকত আলী
(৫০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদূর
রহমানের পুত্র আবদুল্লাহ (২২) । আবদুল্লাহ ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে এলেঙ্গা যাচ্ছিলেন । আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন