সবাইকে
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু
করছি, আশা করি
সকলে ভালো আছেন।
আজ আপনাদের জন্য
একটি ছোট্ট টিপস
নিয়ে আসলাম। এই
টিপসের সাহায্যে আপনি
যে কোন সময়
বের করতে পারবেন
যে, আপনার কম্পিউটার টি
কতক্ষণ ধরে চলছে।
এর
জন্য প্রথমে আপনি
run এ গিয়ে লিখুন
cmd এবং এন্টার চাপুন
তাহলে একটি কমান্ড
প্রম্পট আসবে সেখানে
লিখুন net statistics workstation লিখে এন্টার
দিন Statistics since 2/14/2008 8:43 pm এর মত
একটা লেখা দেখতে
পাবেন। এখানে প্রদর্শিত তারিখ
এবং সময় দেখে
বুঝতে পারবেন আপনার
কম্পিউটারটি কতক্ষন ধরে
চলছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন