পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৪ মে, ২০১২

1Mbps গতির নেট পেতে চান!!!!!!!


মাঝে মাঝে Page loading দেখতে  দেখতে আমরা বিরক্ত হয়ে যাই। মনে হয় ইস্ আমার নেটের গতি যদি 1Mbps হত! আমার এই পোস্টটি শুধু তাদের জন্যই। যেহেতু এটা হ্যাকিং, তাই বুকে সাহস রাখতে হবে।  তবে চলুন এবার শুরু করা যাক...............


যা যা প্রয়োজন হ্যাক করার জন্যঃ

এবার বলি কার্যপ্রণালীঃ
ধরি আপনার IP হলো 10.20.200.90 তাহলে Network Scanner সফটওয়্যারটি ওপেন করে Range From থেকে 10.20.200.1 To 10.20.200.250 সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ আপনার IP অনুযায়ী Range আন্দাজে বসিয়ে Start Scanning ক্লিক করুন
 
তাহলে চিত্রের মতো কিছু IP & MAC adress পাবেন।
এখন Technitium MAC Address Changer বা TMAC সফটওয়্যার ওপেন করুন। Windows 7 হলে রাইট ক্লিক করে Run as administrator ক্লিক করে ওপেন করুন
 
এখন চিত্রের মতো Up,operational যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে Change MAC ক্লিক করুন।
এখন খালি বক্সগুলোতে আইপি স্ক্যান করে যে mac address পেয়েছেন সেটা বসিয়ে Change now তে ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।। মনে রাখবেন আপনি যার আইপি ব্যবহার করবেন তার mac address এখানে বসাতে হবে।
এবার Control Panel\Network and Sharing Center যান। তারপর Change adapter settings থেকে Local Area Connection রাইট ক্লিক করে properties যান
 
 
আশাকরি চিত্র অনুযায়ী IP বের করতে পেরেছেন। (Windows 7 থেকে নেয়া)
এখন আপনার IP পরিবর্তন করে সেখানে MAC Address অধিকারীর IP বসিয়ে ok দিয়ে বেরিয়ে আসুন। সব ঠিক ঠাক থাকলে কিছুক্ষন পরেই আপনার নেট চালু হয়ে যাবে। :D
সতর্কতাঃ
আপনাকে যাতে ধরতে না পারে তাই Computer Name সব সময় পরিবর্তন করবেন।
সব সময় এইভাবে নেট ব্যবহার করবেন না। গভীর রাতে ব্যবহার করলে কোন সমস্যা হবে না অন্যথায় IP conflict হবে।
আপনার নিজের IP & MAC Address অন্য কোথাও লিখে রাখুন।
যেকোন ভাবেই যদি ধরা খেয়ে যান তাহলে লেখক কোনভাবেই দায়ী নয়।
আর হ্যা বিভিন্ন IP দিয়ে চেষ্টা করুন তাহলে হয়তো 1Mbps লাইন পেয়েও যেতে পারেন।
আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে মন্তব্যে জানান।প্রতিটি Link Click করে 5 second Wait করেন তারপর ডানদিকের




1 টি মন্তব্য: