পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

কলেজ স্টুডেন্ট বনাম মোবাইল

ডাঃ গৌর চন্দ্র সুত্রধর

বর্তমানে কলেজ ছাত্র-ছাত্রীদের অবস্থা
মোবাইল ছাড়া
তাদের নেই কোন ব্যবস্থা।
কেউ কেউ বর্জন করে ক্লাস করছে ত্রাস
আবার কেউ লোভ দেখিয়ে অন্যকে করছে গ্রাস।
মোবাইলে কথা বলে ঘণ্টার পর ঘণ্টা
পিতার টাকার বাজাচ্ছে বারোটা।
মোবাইলে কথা বলা হয়ে গেছে যেন নেশা
এমনি ভাবেই চলছে কথা
এনে হচ্ছে এটা তাদের পেশা।
মোবাইলের অপব্যবহার
করছে তারা বারবার
এদের কাছ থেকে কি আছে পাবার।
জাতি তাকিয়ে আছে তাদের দিকে
করবে তারা ঙানার্জন
দেশের কল্যাণে তারা করবে প্রাণ বিসর্জন।
ঘুমকে ত্যাগ করে মোবাইলে বলে কথা
তাদেরকে ভাবলে মনে লাগে খুব ব্যাথা।
লেখাপড়ার প্রতিযোগিতা না হয়ে
কথা বলার  প্রতিযোগিতা চলে
কার চেয়ে কে বেশি কথা বলে।
প্রয়োজনে করছে সৃষ্টি
অপ্রয়োজনে করবে ব্যবহার
ওপারে গিয়ে হিসাব দিতে হবে সবার।
মিথ্যে কথা বলছে টাং
ঢাকা হতে মোবাইলে বলছে
আমি চিটাগাং।
একথা ভাবেনা কেউ
মিথ্যে বলা মহাপাপ
এক দিন এর দিতে হবে জবাব।
সিমতো আর একটা নয়
আছে কয়েক সিম
এক সিম বন্ধ রেখে লাগায় অন্য সিম।
বাবা যদি প্রশ্ন করে মোবাইল কেন বন্ধ ছিল
বাবা পড়ছিলাম তাই বন্ধ ছিল।
মা-বাবাকে যে সন্তান মিথ্যে বলতে পারে
দেশ তার নিকট কি আশা করতে পারে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন