পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৬ নভেম্বর, ২০১২

অবশেষে আলোর মুখ দেখল পূর্বাসিন্দা, সালাম তোমায় শেখ হাসিনা!!

হাজারো মানুষের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল পূর্বাসিন্দা গ্রামবাসী। প্রায় ১০-১৫ বছর প্রতিক্ষার পর বর্তমান সরকারের সময় বিদ্যুৎ সংযোগ পাওয়ায় আনন্দে আপ্লুত গ্রামবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারকে অভিনন্দন জানিয়েছেন গ্রামবাসী। তারা জানান, বিগত জোট সরকার পূর্বাসিন্দাসহ বীরবাসিন্দা ইউনিয়নের (সাবেক) প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার  প্রতিশ্র“তি দিলেও তা বাস্তবায়ন না করে নিজেদের ভূরিভোজন করেছেন। উল্লেখ্য যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু পূর্বাসিন্দাই নয় পারখী ইউনিয়নের (সাবেক বীরবাসিন্দা) ঘুণিপাড়া,ভিয়াইলসহ বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া,বীরবাসিন্দা,সিংনা,নোয়াবাড়ী,ছোট ভণ্ডেশ্বর প্রভৃতি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন এবং সেই সাথে আরো কয়েকটি গ্রামে নতুন সংযোগের কাজ চলছে। এভাবে কাজ চলতে থাকলে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আশাবাদী সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। বীরবাসিন্দা ও পারখী ইউনিয়নবাসীর জন্য আরেকটি আশার খবর হচ্ছে, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মানণীয় সাংসদ ও বর্তমান সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নের রাস্তা-ঘাটের অবস্থা দেখতে বেড়িয়েছিলেন এবং রাস্তা সংস্কারের জন্য প্রয় দুই কোটি পনের লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন বলে কালিহাতী উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মোল্লা জানান। এই দুই ইউনিয়নবাসী জানায়,রাস্তা সংস্কারের কাজ শেষ হলে বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্র“তির শত ভাগ পূরণ হবে। এ ব্যাপারে কথা বললে পূর্বাসিন্দানিবাসী কালিহাতী উপজেলা ছাত্রলীগ নেতা রঞ্জিত চন্দ্র সূত্রধর বলেল,আওয়ামী লীগ জোট সরকারের মত মিথ্যার ফুলঝুড়ি দিয়ে ক্ষমতায় আসে না,বীরবাসিন্দা ও পারখীর দিকে তাকালেই সেটা বুঝা যায়। তিনি আরো বলেন,আওয়ামী লীগ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শে চলে,বিনএনপি-জামায়াতের মত যুদ্ধাপরাধীদের আদর্শে নয়।


বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

"ফিরে এসো"

রনজিত সূত্রধর:
তুমিই বল পাগলী আমি বারবার কেন ভুলে যাই যে তুমি আমার নয়।তুমিতো জান পাগলী,তোমাকে ছাড়া আমি এক মুহূত্বও ভাল থাকতে পারি না।আজ ১১ মাস ১১ দিন হয়ে গেল তুমি আমায় ছেড়ে চলে গেছ।তুমিতো আমার সাথে কখনো এমন রাগ কর না,আমি কি খুব বেশি ভুল করেছি? যে ভুলের শাস্তি তুমি আমায় প্রতিনিয়ত দিচ্ছ।তুমি চলে গেলে, একবারের জন্যও বলে গেলে না আমার ভুলগুলো কি ছিল।জানো পাগলী আজও সারা রাত তোমার মুখে এড়ড়ফ হরমযঃ  শুনার অপেক্ষায় থাকি।আমার বিশ্বাস তুমি ফিরে আসবে,আমায় এড়ড়ফ হরমযঃ বলে ঘুম পারাবে।আর যদি না আস,তবে তোমার মত অভিমান করে আমিও চলে যাব দূর অজানায়।যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না।
 

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

জননী

ডাঃ গৌর চন্দ্র সূত্রধর

একদা এক সন্ধ্যায় নামলো হঠাৎ বৃষ্টি
জননীর বয়স হয়েছে অনেক
তাই আগের মতো নেই দৃষ্টি।
বউকে ডেকে বলছে মাগো
পল্লাদ আইছে কি ঘরে
রাত হইতাছে তবু নেই কাছে
আমার মনটা কেমন করে।
আরেক ছেলে সুভাষ কনে রইল
কি কমু তাদের কথা
বারান্দায় দাঁড়াইয়া দেখতো
ও ঘরে যায় নাকি ওরে দেখা।
মায়ের আরেক ছেলে থাকে ঐ পাড়ায়।
তার লাগিও মাঝে মাঝে
চোখের জল ঝড়ায়।
’৭১ এর যুদ্ধ করেছে তার ছেলে এইতো অহংকার
ভাবেনি কখনো মায়ের কোলে
ফিরে আসবে আবার।
তাদের অনেক সইতে হয়েছে কষ্টের ভার
তবু সার্থক হয়েছে
ছোট ছেলে হয়েছে ডাক্তার।
তিন সন্তান মরার পর কত সাধনার পরে
আলো করে এলো পাঁচ সন্তান
একের পর এক এই ঘরে।
নাতিকে ডেকে বলছে ফোন দে
তোর কাকার কাছে
এখন সে কোথায়, কেমন আছে?
আরেক ছেলে অনেক আগেই চলে গেছে ইন্ডিয়া
তার লাগি কত দিন রাতি কাটায়
কান্দিয়া কান্দিয়া।
কিছুক্ষণ পর উঠল উত্তাল ঝড়
কোথায় রইল আমার ছেলেরা
ভালো রাইখ নটবর।
জননীও কিন্তু অসুস্থ তবু নিজের কষ্ট ভুলে
সন্তানদের জন্য কেমন করছে
না দেখলে বুঝানো যাবেনা বলে।
সাধ থাকলেও সাধ্য নেই দেখা করবে সবার সাথে
বৃদ্ধা হয়েছে তাতে কি
তার অন্তরে মায়া মমতা সবই আছে গেঁথে।
বারবার উঠে আর বসে খুলতে চায় দ্বার
এহনো আইলো না বাঁছা
চারদিক অন্ধকার।
দুশ্চিন্তা তার কাটেনা যতক্ষণ তণয় আসেনা কাছে
দু’হাত তুলে বলছে
হে দীননাথ,তুমি ছাড়া কেবা আছে।
হরিণাম করতে লাগলো ছেলেদের মঙ্গলের তরে
ঝড় শেষে কিছুক্ষণ পরে পল্লাদ ফিরলো ঘরে
মায়ের চোখে বইছে আনন্দের ধারা
আবার রাগ করে বলছে
এতো রাতে কোথায় থাকিস তোরা?
জননী হওয়া কত কষ্টের কি বলব তাদের ব্যথা
আমার পক্ষে সম্ভব নয়
তাদের নিয়ে লেখা।


বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

শেয়ার বাজার এখন “টাংগাইল নিউজ” এ


শেয়ার বাজারের লাইভ আপডেট এখন পাওয়া যাচ্ছে “টাংগাইল নিউজ” এ। ঢাকা ও চিটাগাং এর দুটি স্টক একচেন্জই লাইভ থাকছে এ সাইটিতে। এজন্যে আপনাকে ভিজিট করতে হবে http://www.newstangail.blogspot.com ঠিকানায়।আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন।

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

লাগবে নাকি রোমান্টিক বাংলা নাটক “উড়ো মেঘে ভালোবাসা”

 উড়ো মেঘে ভালোবাসা

রচনায়: ইসহাক খান
পরিচালনায়: এস.এম আরিফ
অভিনয়ে: আদনান ফারুক হিল্লোল,নওশীন নাহরীন,সাবিহা জামান,সাকিফ সারোয়ার,শান্তা প্রমূখ।
গানের কথা: সাকিফ সারোয়ার
শিল্পী: শাহরিদ বেলাল ও মাইশা
কোরিওগ্রাফী: ইউসুফ খান
ডাউনলোড লিংক: “উড়ো মেঘে ভালোবাসা”

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

এখন মোবাইল ফোন দিয়েই নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটার। মোবাইল ফোন হোক কিবোর্ড ও মাউসের বিকল্প।


আপনার যে কোন জাভা সমর্থিত এবং একই সাথে ব্লুটুথ যুক্ত মোবাইল ফোন (অবশ্য ব্লুটুথ ছাড়াও অন্য ব্যাবস্হা আছে) দিয়েই আপনি খুব সহজে আপনার পিসিকে নিয়ন্ত্রন করতে পারেন। এটি হতে পারে আপনার পিসির মাউস কিবোর্ডের বিকল্প। এই কাজের জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরন করে পুরো কাজটি সম্পন্ন করতে হবে। সম্পূর্ন কাজটি করতে মাত্র কয়েক মিনিট সময় খরচ হবে এবং এর সাহায্যে আপনি পিসির মোটামুটি সব কাজ করতে পারবেন (অবশ্য এটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে) এবং অবশ্যই আপনার পিসিতে ব্লুটুথ থাকতে হবে
 
প্রথমেই আপনি এই  লিংক থেকে মাত্র .০৪ মেগাবাইটের এই সফটওয়ার টির একটা জিপ ফাইল সংগ্রহ করে এটি আনজিপ করে নিন এবার এটির *.exe ফাইলটি আপনার পিসিতে ইনস্টল করুন। জিপ ফাইলটির ভিতরে আরও ২টা *.jar ফাইল পাবেন। এর যেকোন ১টিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন (যেটি আপনার মোবাইলে সাপোর্ট করে)
এখন আপনার পিসির সাখে মোবাইল ব্লুটুথ দিয়ে সংযুক্ত করুন। এবার পিসি থেকে নিচের মত সফটওয়ারটি ওপেন করুন
select phone বাটনে ক্লিক করে আপনার মোবাইল ডিভাইস কানেক্ট করুন। এবং Finish তারপর ok করুন
Applications বাটনে গিয়ে দেখে নিতে পারেন কোন কোন Application গুলো কন্ট্রোল করবেন
আপনি Edit ,New এসবের সাহায্যে Application গুলো কাস্টমাইজ করে নিতে পারেন
এখন আপনার মোবাইলে ইনস্টল করা সফটওয়ার টি ওপেন করুন

ঠিক উপরের মত। এবার আপনি ব্লুটুথের রেঞ্জের মধ্যে থেকে মোবাইল দিয়ে নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটারকে