পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

"ফিরে এসো"

রনজিত সূত্রধর:
তুমিই বল পাগলী আমি বারবার কেন ভুলে যাই যে তুমি আমার নয়।তুমিতো জান পাগলী,তোমাকে ছাড়া আমি এক মুহূত্বও ভাল থাকতে পারি না।আজ ১১ মাস ১১ দিন হয়ে গেল তুমি আমায় ছেড়ে চলে গেছ।তুমিতো আমার সাথে কখনো এমন রাগ কর না,আমি কি খুব বেশি ভুল করেছি? যে ভুলের শাস্তি তুমি আমায় প্রতিনিয়ত দিচ্ছ।তুমি চলে গেলে, একবারের জন্যও বলে গেলে না আমার ভুলগুলো কি ছিল।জানো পাগলী আজও সারা রাত তোমার মুখে এড়ড়ফ হরমযঃ  শুনার অপেক্ষায় থাকি।আমার বিশ্বাস তুমি ফিরে আসবে,আমায় এড়ড়ফ হরমযঃ বলে ঘুম পারাবে।আর যদি না আস,তবে তোমার মত অভিমান করে আমিও চলে যাব দূর অজানায়।যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন