হাজারো মানুষের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল পূর্বাসিন্দা গ্রামবাসী। প্রায় ১০-১৫ বছর প্রতিক্ষার পর বর্তমান সরকারের সময় বিদ্যুৎ সংযোগ পাওয়ায় আনন্দে আপ্লুত গ্রামবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারকে অভিনন্দন জানিয়েছেন গ্রামবাসী। তারা জানান, বিগত জোট সরকার পূর্বাসিন্দাসহ বীরবাসিন্দা ইউনিয়নের (সাবেক) প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্র“তি দিলেও তা বাস্তবায়ন না করে নিজেদের ভূরিভোজন করেছেন। উল্লেখ্য যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু পূর্বাসিন্দাই নয় পারখী ইউনিয়নের (সাবেক বীরবাসিন্দা) ঘুণিপাড়া,ভিয়াইলসহ বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া,বীরবাসিন্দা,সিংনা,নোয়াবাড়ী,ছোট ভণ্ডেশ্বর প্রভৃতি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন এবং সেই সাথে আরো কয়েকটি গ্রামে নতুন সংযোগের কাজ চলছে। এভাবে কাজ চলতে থাকলে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আশাবাদী সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। বীরবাসিন্দা ও পারখী ইউনিয়নবাসীর জন্য আরেকটি আশার খবর হচ্ছে, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মানণীয় সাংসদ ও বর্তমান সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নের রাস্তা-ঘাটের অবস্থা দেখতে বেড়িয়েছিলেন এবং রাস্তা সংস্কারের জন্য প্রয় দুই কোটি পনের লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন বলে কালিহাতী উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মোল্লা জানান। এই দুই ইউনিয়নবাসী জানায়,রাস্তা সংস্কারের কাজ শেষ হলে বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্র“তির শত ভাগ পূরণ হবে। এ ব্যাপারে কথা বললে পূর্বাসিন্দানিবাসী কালিহাতী উপজেলা ছাত্রলীগ নেতা রঞ্জিত চন্দ্র সূত্রধর বলেল,আওয়ামী লীগ জোট সরকারের মত মিথ্যার ফুলঝুড়ি দিয়ে ক্ষমতায় আসে না,বীরবাসিন্দা ও পারখীর দিকে তাকালেই সেটা বুঝা যায়। তিনি আরো বলেন,আওয়ামী লীগ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শে চলে,বিনএনপি-জামায়াতের মত যুদ্ধাপরাধীদের আদর্শে নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন