পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জুলাই, ২০১২

আপনি শুধু মুখে বলুন লিখবে কম্পিউটার নিজে!!!


আচ্ছা ভাবুন তো আপনি কথা বলছেন আর তা কম্পিউটার অবিরত লিখে যাচ্ছে। কেমন হয় তাহলে? না আমি কোন সফ্টওয়ার এর কথা বলছিনা! শুধু একটি ট্রিক্স এটি।
যা যা লাগবেঃ তেমন কিছুনা শুধু একটি মাইক্রফোন। বাজারে এটি ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়।
কি? শিখতে চান? তাহলে নিচের পদ্বতি অনুসরন করুন।
আপনি এটি দুই ভাবে করতে পারেন
১। Tools menu- speech থেকে।
২।. নতুন করে Ms. Word (Ms. Office) সেটাপ দিয়ে।
তবে ২য় অপশনটিই সহজ। এটা করতে নিচের পদ্বতি অনুসরন করুন
প্রথমে Ms. Word (Ms. Office) আনইনষ্টল করুন। এখন নতুন করে সেটাপ দেওয়ার সময় আপনাকে একটু কাজ করতে হবে। নিচের স্কিন শটটি দেখুন।

এখানে Install Now সিলেক্ট করা থাকবে। আপনি Complete সিলেক্ট করে সেটাপ দিন।
আপনার মাইক্রফোন এর কেবল গুলো সঠিক ভাবে পিসিতে লাগান।
Ms. Word
ওপেন করুন। করুন উপরে একটি নতুন বার এসেছে।
এখন এই বার থেকে Microphone কিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন কথা বলুন।(ইংরেজীতে)
আর দেখুন কম্পিউটার কেমন করে লিখে যাচ্ছে।
এছাড়া এর Writing pad এর মাধ্যমে আপনি লিখতে পারেন। Handwriting- Writing pad সিলেক্ট করুন। দেখবেন আপনার মাউস পয়েন্টারটি একটি ঝলজ্যান্ত কলম হয়ে গেছে। এখন পেডে লিখুন। আরো কিছু ফাংশন আছে এটিতে।
সবাইকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন