পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

শেয়ার বাজার এখন “টাংগাইল নিউজ” এ


শেয়ার বাজারের লাইভ আপডেট এখন পাওয়া যাচ্ছে “টাংগাইল নিউজ” এ। ঢাকা ও চিটাগাং এর দুটি স্টক একচেন্জই লাইভ থাকছে এ সাইটিতে। এজন্যে আপনাকে ভিজিট করতে হবে http://www.newstangail.blogspot.com ঠিকানায়।আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন।

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

লাগবে নাকি রোমান্টিক বাংলা নাটক “উড়ো মেঘে ভালোবাসা”

 উড়ো মেঘে ভালোবাসা

রচনায়: ইসহাক খান
পরিচালনায়: এস.এম আরিফ
অভিনয়ে: আদনান ফারুক হিল্লোল,নওশীন নাহরীন,সাবিহা জামান,সাকিফ সারোয়ার,শান্তা প্রমূখ।
গানের কথা: সাকিফ সারোয়ার
শিল্পী: শাহরিদ বেলাল ও মাইশা
কোরিওগ্রাফী: ইউসুফ খান
ডাউনলোড লিংক: “উড়ো মেঘে ভালোবাসা”

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

এখন মোবাইল ফোন দিয়েই নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটার। মোবাইল ফোন হোক কিবোর্ড ও মাউসের বিকল্প।


আপনার যে কোন জাভা সমর্থিত এবং একই সাথে ব্লুটুথ যুক্ত মোবাইল ফোন (অবশ্য ব্লুটুথ ছাড়াও অন্য ব্যাবস্হা আছে) দিয়েই আপনি খুব সহজে আপনার পিসিকে নিয়ন্ত্রন করতে পারেন। এটি হতে পারে আপনার পিসির মাউস কিবোর্ডের বিকল্প। এই কাজের জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরন করে পুরো কাজটি সম্পন্ন করতে হবে। সম্পূর্ন কাজটি করতে মাত্র কয়েক মিনিট সময় খরচ হবে এবং এর সাহায্যে আপনি পিসির মোটামুটি সব কাজ করতে পারবেন (অবশ্য এটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে) এবং অবশ্যই আপনার পিসিতে ব্লুটুথ থাকতে হবে
 
প্রথমেই আপনি এই  লিংক থেকে মাত্র .০৪ মেগাবাইটের এই সফটওয়ার টির একটা জিপ ফাইল সংগ্রহ করে এটি আনজিপ করে নিন এবার এটির *.exe ফাইলটি আপনার পিসিতে ইনস্টল করুন। জিপ ফাইলটির ভিতরে আরও ২টা *.jar ফাইল পাবেন। এর যেকোন ১টিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন (যেটি আপনার মোবাইলে সাপোর্ট করে)
এখন আপনার পিসির সাখে মোবাইল ব্লুটুথ দিয়ে সংযুক্ত করুন। এবার পিসি থেকে নিচের মত সফটওয়ারটি ওপেন করুন
select phone বাটনে ক্লিক করে আপনার মোবাইল ডিভাইস কানেক্ট করুন। এবং Finish তারপর ok করুন
Applications বাটনে গিয়ে দেখে নিতে পারেন কোন কোন Application গুলো কন্ট্রোল করবেন
আপনি Edit ,New এসবের সাহায্যে Application গুলো কাস্টমাইজ করে নিতে পারেন
এখন আপনার মোবাইলে ইনস্টল করা সফটওয়ার টি ওপেন করুন

ঠিক উপরের মত। এবার আপনি ব্লুটুথের রেঞ্জের মধ্যে থেকে মোবাইল দিয়ে নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটারকে